খবরাখবরস্বাস্থ্য
ট্রেন্ডিং

সিঙ্গাপুরের পথে গণঅভ্যুত্থানে আহত ৭ জন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৪) ঢাকা ছাড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন।

সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারে চিকিৎসা নিতে যাওয়া আহতরা হলেন— আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার রাতে আহতদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছেন জানিয়ে ডা. মাহমুদুল হাসান বলেন, আমরা দ্রুত আরও কয়েকজন বিদেশ পাঠাবো। আগামী সপ্তাহে খোকন নামে আরেক জনকে রাশিয়ায় নেওয়া হবে।

আহতদের চিকিৎসা বিষয়ক নাগরিক কমিটির সেল সবসময় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে জানিয়ে ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা সব কিছু করার চেষ্টা করছি। যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে চোখে মারাত্মক আঘাতপ্রাপ্তদের অনেকে দুই চোখ হারিয়েছেন, কারও হারিয়েছে একচোখ। তাদের অধিকাংশের চিকিৎসা দেশেই হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টার উদ্যোগে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। প্রয়োজন অনুযায়ী, দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করছে এই বোর্ড।
এখন পর্যন্ত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে, আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button