৫০ হাজার টন গম কিনতে যাচ্ছে সরকার

বাংলাদেশ খাদ্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ৫০ হাজার টন গম কেনার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আগামী ২৫ নভেম্বরের মধ্যে দরপত্র জমা দেওয়ার শেষ সময়। গমগুলো খালাস করা হবে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরে।
চলতি বছরে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ধান উৎপাদনে বিপর্যয় ঘটেছে। কৃষি মন্ত্রণালয় জানায়, এই বন্যার ফলে প্রায় ১১ লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে, যা দেশের খাদ্য উৎপাদনে বড় ধরনের ক্ষতি করেছে।
এ অবস্থায়, খাদ্য অধিদপ্তর নতুন করে ৫০ হাজার টন গম কেনার দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে ৩০ হাজার টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার টন মোংলা বন্দরে খালাস করা হবে। এর আগেও বাংলাদেশ ৫০ হাজার টন গম কেনার জন্য দরপত্র আহ্বান করেছিল, তবে সেই দরপত্রে কোনো গম কেনার খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের অতিরিক্ত খাদ্য আমদানির প্রয়োজনীয়তা অনুভব হওয়ায় ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চাল আমদানির জন্য শিগগিরই বেসরকারি খাতকে অনুমতি দেওয়া হবে।
এদিকে, রাশিয়ার সরকারি তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ ২৭ লাখ টন গম আমদানি করেছে, যা রাশিয়ার গমের তৃতীয় শীর্ষ আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রতিষ্ঠিত করেছে।