অর্থনীতিবাণিজ্য
ট্রেন্ডিং

সব আইন মেনেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ গ্যাস চুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘আর্জেন্ট এলএনজি’র সাথে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, দেশের সব আইন মেনেই এ চুক্তি করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এ চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ২০০৬ সালের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট রুলস এবং ১৯৮০ সালের ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্টসহ বাংলাদেশের আইন অনুসরণ করবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি কোম্পানির কাছ থেকে বছরে ৫০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছে কোম্পানিটি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার আর্জেন্ট এলএনজি বছরে উৎপাদন সক্ষমতা আড়াই কোটিতে উন্নীত করার কাজ চলছে। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নন-বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে।

এতে বলা হয়, পোর্ট ফরচোনে কোম্পানিটির চলমান প্রকল্পের কাজ শেষ হলে তাদের কার্গোতে করে পেট্রোবাংলার কাছে গ্যাস বিক্রি করবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশে জ্বালানি নির্ভর শিল্পের বিস্তার ঘটছে। এই চুক্তির ফলে সেই চাহিদাই নিশ্চিত হওয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে ঢাকার কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button