দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

শহীদ বুদ্ধিজীবী-বিজয় দিবসে ৪ দিনের কর্মসূচি বিএনপির

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি তুলে ধরেন। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা, ১৪ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানানো।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা, ১৬ ডিসেম্বর ভোরে দলীয় সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো, পরে শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো এবং বেলা ২টায় মানিকমিয়া এভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’র উদ্যোগে সার্বজনীন কনসার্ট।

সারাদেশে বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল শাখা স্থানীয় সুবিধা অনুযায়ী বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি উদযাপন করবে বলে জানান রিজভী। বিজয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান কার্যালয়ে আলোকসজ্জা করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button