দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

বাহিনীগুলোকে মির্জা ফখরুলের বিশেষ বার্তা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হওয়ায় ‘একটা সুযোগ পেয়েছেন’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে।

রোববার (২২ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় এ আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনীসহ সব বাহিনীকে অনুরোধ করে বিএনপি মহাসচিব বলেন, আসুন, এই সুযোগ আমরা কাজে লাগাই। আবার আমরা সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি।

শেখ হাসিনা জনগণকে বোকা বানিয়ে জোর করে ক্ষমতায় ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি কোনো দিন ক্ষমতা থেকে যাবে না ভেবেছিলেন। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে কীভাবে পালিয়ে যেতে হয়েছে।

পালানো নিয়ে শেখ হাসিনার করা উক্তি উল্লেখ করে তিনি বলেন, বলেছিলেন আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না। আজকে তিনি অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। বাকি নেতারা দুর্নীতি করার অভিযোগে বন্দি। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি; যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

পালিয়ে গিয়ে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র-চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছেন। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা সব সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান একসঙ্গে বসবাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button