
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিদ্যুতের না বাড়িয়ে দুর্নীতি বন্ধের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে ভর্তুকি কমানোর কৌশল নিয়েছে সরকার, তাতে আইএমএফও সম্মত হয়েছে বলে জানান উপদেষ্টা।
এদিকে, বাংলাদেশকে ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়ের বিষয়টি ৫ ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদের বোর্ড সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে ১০ ফেব্রুয়ারি এই অর্থ ছাড় করা হবে বলে জানা গেছে।