অর্থনীতিআর্থিক প্রতিষ্ঠান
ট্রেন্ডিং

বড় ৫ ঝুঁকিতে বাংলাদেশ, শীর্ষে মূল্যস্ফীতি

চলতি বছর বাংলাদেশের জন্য ৫টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ), যার মধ্যে শীর্ষে রয়েছে মূল্যস্ফীতি।

বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এ বছরের ডব্লিউইএফের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযাশী, বাংলাদেশের বড় ৫ ঝুঁকির খাত হলো— উচ্চ মূল্যস্ফীতি, চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা-তাপপ্রবাহ), দূষণ (বায়ু-পানি-মাটি), বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং নিম্নমুখিতা (মন্দা-স্থবিরতা)।

ডব্লিউইএফের প্রতিবেদনে বৈশ্বিক পরিসরে এ বছরের জন্য বড় ১০টি প্রধান ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সেগুলো হলো— চরমভাবাপন্ন আবহওয়া, ভূ-অর্থনৈতিক বিবাদ, অপতথ্য ও ভুল তথ্য, সামাজিক মেরুকরণ, বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন, অর্থনৈতিক সুযোগের অভাব বা বেকারত্ব, মানবাধিকার বা নাগরিক স্বাধীনতার অবক্ষয় ও অসমতা।

আরো পড়ুন

সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ুগত, সামাজিক ও অর্থনৈতিকসহ উদ্বেগকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকির তালিকায় উঠে আসছে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত। দুই বছর আগেও এটিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button