
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেদন জমা দেন কমিশনগুলোর প্রধানরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন চার সংস্কার কমিশনের প্রধানরা।
তারা হলেন— সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফ রাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
প্রধান উপদেষ্টার সঙ্গে চার সংস্কার কমিশনের প্রধানদের বৈঠক চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আগের দিন মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, প্রতিবেদনগুলো হস্তান্তরের পর তা নিয়ে আলাপ হবে। মূল জিনিসটা ওনারা বলবেন, কী কী ফাইন্ডিংস আছে, কী কী বিষয় আছে সে বর্ণনা থাকবে। সভাটি শেষ হলে কয়েকজন উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার তিনটায় ব্রিফ করে পুরো জিনিসটা জানাবেন।
সংস্কার কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ সাংবাদিকদের সর্বরাহ করা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিবেদন নিয়ে সংলাপ হবে। তবে কী পয়েন্টগুলো আপনাদের (সাংবাদিক) অবশ্যই জানানো হবে।