জাতীয়সরকার
ট্রেন্ডিং

ব্যবসা ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা জাপানের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনঃর্ব্যক্ত করে ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে জাপান।

রোববার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে এ কথা জানান দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস-মিনিস্টার ইকুইনা আকিকো।

প্রধান উপদেষ্টাকে আকিকো বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে মূল্যায়ন এবং এটিকে ধারাবাহিকভাবে সমর্থন করে জাপান। আমার সফরটি বাংলাদেশকে সমর্থন এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রকাশ করা।

এ সময় জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। এটি একটি নতুন বাংলাদেশ, আমাদের সম্পর্কের বিবেচনায় এটি একটি খুব উপযুক্ত সময়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যেটি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য বছরের পর বছর ধরে টেকসই এবং উদার সহায়তা প্রদান করে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের মধ্যে একটি। বর্তমানে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।

জাপানের ভাইস মন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। চলতি বছরের ২৯০-৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়ার নিক্কেই ৩০তম ফিউচার ইভেন্টের জন্য প্রধান উপদেষ্টাকে জাপান সফরের আমন্ত্রণ জানান তিনি।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার পাওয়া ড. ইউনূসকে মে মাসে অনুষ্ঠিতব্য ওসাকা এক্সপো-২০২৫ এর জন্য আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো। চলতি বছরের এক্সপোতে ১১ মে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করবেন আয়োজকরা। এতে ড. ইউনূসের অংশগ্রহণ উৎসাহিত করবে বলে জানান জাপানি ভাইস-মিনিস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button