আদালতজাতীয়
ট্রেন্ডিং

হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসির ৯ জনসহ সবাই খালাস

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাঁসির ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান।

ভাষার মাসের সম্মানে বাংলায় রায় ঘোষণা করেন আদালত। বলেন, আমরা চাই না, তারা আর এক সেকেন্ডও কারাগারে থাকুক। এখনই সবাইকে মুক্তি দেওয়ার নির্দেশ প্রদান করছি।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, মাকসুদ উল্লাহ, সামসুল ইসলাম মুকুল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।

বিএনপির শাসনামলে ১৯৯৪ সালে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পাবনার ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণের অভিযোগ করা হয় মামলায়। ১৯৯৭ সালের ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়, যার মধ্যে পাঁচজন মারা গেছেন।

২০১৯ সালে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদ কারাদণ্ডের রায় দেওয়া হয়।পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হলে খালাস চেয়ে আপিল করেন আসামিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button