
সরকারি তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই মন্তব্য করে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দাবির মুখে সরকার বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, তাদের পরীক্ষা দিতে হবে। কর্মসূচি পালন করতে হলে শিক্ষা কার্যক্রম ও জনদুর্ভোগ সৃষ্টির আন্দোলন করা ঠিক নয়।
সুশাসন ও সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, তাতে তিতুমীর কলেজও থাকবে। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করতে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছেন। দেশের মোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্ধেকই গত সাত বছরে হয়েছে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড।