
নতুন পাঠ্যপুস্তুকের বিষয়টি উপদেষ্টা পরিষেদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় উঠেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সবাই আগামী মাসের মধ্যে বই হাতে পাবেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বিগত দিনে আওয়ামী লীগ সরকার একদিনের জন্য বই উৎসব করত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সেখানে দেখাতে চাইতো সবাই জানুয়ারির প্রথমে বই পেত। কিন্তু সরকারি তথ্য বলছে, ২০১০ সালের পর থেকে বই সরবরাহ হতে হতে মার্চ বা কোন কোন বছর জুলাই মাসও হয়ে গেয়েছিল।
দ্রুত বই ছাপানোর জন্য সরকার কাগজ উৎপাদনকারীদের সঙ্গে বৈঠক করেছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের শুরু থেকেই বই সরবরাহ করা হবে।
নোটবুক ‘জটিল বিষয়’ হিসেবে বর্ণনা করে শফিকুল আলম বলেন, এখানে অনেক বেসরকারি কোম্পানি জড়িত। তা কাঠামোগত বিষয়। হঠাৎ করে সমাধান হয় না।
বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যার বিষয়ে তিনি বলেন, দ্রুত জলবদ্ধতা নিরসনের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
যানজট নগরবাসীকে ভোগাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যানজট নিরসনের পদক্ষেপের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। আগামীতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ দেখবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।