
আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এবার ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি দিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন দুটির নেতারা।
শনিবার (৪ জানুয়ারি) বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, সরকার থেকে ঘোষণাপত্রের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো দৃশমান উদ্যোগ নেয়নি। তাই আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ করা হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা সরকারকে ঘোষণাপত্র তৈরির তৎপরতা জোরদার করার আহ্বান জানাচ্ছি। আমাদের কাছে জুলাই ঘোষণাপত্রের ড্রাপট রেডি আছে, সরকার চাইলে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
এর আগে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে শেষ সময়ে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যে এটি দেওয়া হবে।