
সচিবালয়ের একটি ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে তা নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে। সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়।
এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জানা গেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির ছয়তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে সাত ও আটতলায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন ২-৩ জন।
এদিকে, আগুনের ঘটনায় সকালে সচিবালয়ের সব কটি ফটক বন্ধ রাখা হয়। কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে প্রবেশ করতে দেয়নি। এতে সচিবালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের ভিড় জমে যায়, পরে একটি গেট খুলে দেওয়া হয়