
ছাত্র-জনতার ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ব্র্যান্ডিংয়ের চেষ্টা না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অহংকার আল্লাহতালা পছন্দ করেন না। যিনি আজকে বক্তব্য দিয়েছেন তাকে অনুরোধ জানাব, টেলিভিশনে ক্যামেরায় দেখেন কি বলেছেন। হাসিনা অহংকার করেছিলেন পতন হয়ে গেছে।।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে আনন্দ ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়ে মির্জা আব্বাস বলেন, হাসিনার পতন আমাদের কষ্টের অর্জন, এটাকে এরকম বালখিল্য কথা বলে জাতিকে বিভক্ত করবেন না, এটা আমার সর্বশেষ অনুরোধ।
তিনি বলেন, আমরা বার বার বলেছি, হাসিনা চলে গেছেন কিন্তু তার প্রেত্মাতারা সব রয়ে গেছে। আমার সামনে এখন ৮ জনের নাম আছে তারা সবাই সচিব হিসেবে মন্ত্রণালয়ে অবস্থান করছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এতো বিরোধিতার পরও দুই-তিনদিন আগে সাবেক একজন বাকশালী সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এখন বাকশালীদের প্রেত্মাতাকে বগলধাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন, জাতির কাছে প্রশ্ন জাগে? আমার কাছেও প্রশ্ন জাগে? আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি?