
আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভুল করলে পস্তাতে হবে। জনগণের পাশে থাকতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি।
কয়েক মাস ধরে ‘সামনের নির্বাচন যত সহজ ভাবছেন তত সহজ নয়’ বলে আসার কথা উল্লেখ তারেক রহমান বলেন, বিএনপির শাখা-প্রশাখা গ্রাম পর্যন্ত থাকা আর অন্যদের না থাকা নিয়ে মনে মনে যতই বড়াই করেন তারপরও জনগণ আসল শক্তি। জনগণ আমাদের সমর্থক, শক্তি। জনগণ সাথে না থাকলে কি হয় সেটা ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে। আমরা ভুল করলে জনগণ আবার কোনো একটা বুঝিয়ে দেবে। তখন আমাদের পস্তাতে হবে, হায় হুতাশ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে…আসুন, আসুন, আসুন। আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। আপনাকে-আমাকে-দলকে ক্ষতিগ্রস্ত করার মতো কেউ কিছু করলে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। কে কেমন নেতা সেটা বড় নয়, বিষয়টি হলো ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।