রাজনীতি

ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় সিপিবি

বাংলাদেশকে জড়িয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দেয়া বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরাইলি আক্রমণকে ইসরাইল-হামাস সংঘাত উল্লেখ করে রাজনাথ সিংহের প্রদত্ত বক্তব্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য উদ্বেগজনক।”

“এ বক্তব্য সম্পর্কে আমরা ভারত সরকারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছি”-উল্লেখ করা হয় বিবৃতিতে।

তারা বলেন, “ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের ওই দেশের সেনাবাহিনীকে অপ্রত্যাশিত ঘটনায় মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং ওই বক্তব্যে বাংলাদেশকে উল্লেখ করে যেভাবে কথা বলা হয়েছে, যা প্রচার মাধ্যমে আমরা জেনেছি, সেটি  অগ্রহণযোগ্য।”

ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও ভারতকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ইসরাইল-হামাস যুদ্ধ, যা প্রকারান্তরে সাম্রাজ্যবাদের মদদে ইসরাইলের চাপিয়ে দেওয়া, ওই যুদ্ধ এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সাথে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে তুলনা করা হয়েছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং উদ্বেগজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button