ভিডিও
অবিলম্বে আওয়ামী ইসকন নিষিদ্ধের দাবি
ইসকন একটি হিন্দু উগ্রবাদী সংগঠন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।
বুধবার (২৭ নভেম্বর ২০২৪) সুপ্রিম কোর্ট বারের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন অভিযোগ করেন।
ইসকনকে আওয়ামী লীগ লেলিয়ে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, অবিলম্বে এই আওয়ামী ইসকনকে বাংলাদেশে আইনী ভাবে নিষিদ্ধ করতে হবে।
খোকন বলেন, বাংলাদেশের প্রশাসনে এখনো আওয়ামী প্রেত্মাতারা রয়েছে। তাদেরকে বের করে দিতে হবে।