
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ওমরাহ করতে যাওয়ার পথে উড়োজাহাজে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী মির্জা হায়দার।
তিনি জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রাপথে বাবর হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। দুবাইয়ে অবতরণের পর দ্রুত তাকে বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বড় ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে ওমরাহর উদ্দেশ্যে মদিনায় রওনা দেন বাবর।
এর আগে দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর ১৬ জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। ২০ জানুয়ারি বুকের ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে কয়েকদিন সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বাবর।