
ঢাকা বারের আইনজীবী নুপুর আখতারকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী আইনজীবী।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, শেখ হাসিনা, তার পরিবার এবং মন্ত্রী-সহযোগীসহ ৯৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছিল। বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজহার হিসেবে গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ মামলায় অন্য আসামিরা হলেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারর প্রমুখ।