অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের লক্ষ্য করে হওয়া সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা দায়ের করা হয়েছে, তাতে গ্রেপ্তার হয়েছেন ৭০ জন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

পুলিশের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য জানিয়ে শফিকুল আলম বলেন, ২২ অক্টোবর থেকে এখন পর্যন্ত ঘটনাগুলোতেও মামলা হয়েছে, গ্রেপ্তার রয়েছে। ফলে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে।

সংখ্যালঘুদের লক্ষ্য করে কিছু সহিংসতা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ বিষয়ে পুলিশের একটি প্রতিবেদন এসেছে। এটা চলমান, বুধবার নাগাদ পরের তালিকাটি হাতে পাব। সেটির ওপর একটি বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

প্রেস সচিব বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ৬২টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন। আর পূজা মণ্ডপ ও উপাসনালয়কেন্দ্রিক সহিংসতায় পুলিশের রিপোর্ট অনুযায়ী, ২৬টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন।

এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যাঁকে সন্দেহ করা হচ্ছে, যাঁর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁকেই গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সহিংসতাসংক্রান্ত মামলা, অনেকগুলো ঘটনায় দেখা গেছে, হয়তো মেম্বার, ক্ষমতাসীন দলের সদস্য হওয়ায় আক্রমণ করা হয়েছে। এটাকে কীভাবে নেবেন?…কিন্তু যেহেতু সহিংসতা হয়েছে, অপরাধ হয়েছে…এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরো বিষয়গুলোই তদন্তের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button