খবরাখবরশিক্ষা

ডিগ্রি শিক্ষার্থীদের এক দফা দাবিতে লং মার্চ ঘোষণা

ডিগ্রি শিক্ষার্থীদের অমানবিক হয়রানি, সেশনজট ও বৈষম্যনিরসনসহ অটোপ্রমোশনের এক দফা দাবিতে ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) রাতে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মসূচির বিষয়ে ঢাকা বিভাগীয় ও কেন্দ্রীয় টিমের অন্যতম সমন্বয়ক মামুন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ সেপ্টেম্বর) সারা দেশে যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন হয়েছে, সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে।

আরো পড়ুন

রোববার ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি সফল করতে আমরা সকল ডিগ্রি ফাইনাল শিক্ষার্থীরাসহ সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো।

ডিগ্রি শিক্ষার্থীদের সেশনজট নিরসনসহ ন্যায্য অধিকার আদায়ে অটো প্রমোশনের ১দফা দাবিতে জড়ো হবে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল ৯ ঘটিকায় গাজীপুরের বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ দিকে সারা দেশ জুড়ে ডিগ্রি ছাত্র-ছাত্রীদের হয়রানি, সেশনজট ও বৈষম্যনিরসনসহ ৩য় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষণ করেছে ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা।

তাঁরা বলেন, ডিগ্রি ৩য় বর্ষের ভাই-আপুরা দীর্ঘ ৬/৭ বছরের সেশনজট, হয়রানি ও বৈষম্যের শিকার। আমরা সবাই আমাদের নিজেদেরও সমস্যা সমাধানের লক্ষ্যে একাত্বতা করছি। ডিগ্রি কোর্সের সেশনজট চিরতরে বন্ধ করতে হলে আমাদের সমস্যা নিরসনে অটোপাস দিতে হবে এবং ৩য় বর্ষের ফাইনাল শিক্ষার্থীদের অটো প্রমোশন দিয়ে আমাদের সবার দ্রুত এক সাথে ফলাফল ঘোষণা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button