‘জয় বাংলা’ স্লোগানে মমতার জয় মনে হয় রিজভীর

মুক্তিযুদ্ধের সময়ের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে নিজের অভিমত হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলা নামে ভারতে একটা প্রদেশ আছে। জয় বাংলা বললে আমার কাছে মনে হয়, মমতার জয় হবে, বাংলাদেশের জয় না। পশ্চিম বাংলা নামে ভারতে একটি প্রদেশ আছে। জয় বাংলার মাধ্যমে আমাকে ভারতের জয় বলতে হবে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা টু আগরতলা লংমার্চের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আদালতের মাধ্যমে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করেছে। এটা আদালতে বিচারাধীন। সেকারণে আমার ব্যক্তিগত অভিমতটি বললাম।
‘জয় বাংলা’র বিপরীতে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের পক্ষেও যুক্তি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে আমার মানচিত্র, আমগাছ, কাঁঠাল গাছ, আমার শীতলক্ষ্যা, পদ্মা, মেঘনা, যমুনা দেখতে পাবো।
সমাবেশ শেষে বুধবার সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে তিন সংগঠন। তিন সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে নয়াপল্টন মুখরিত হয়।