
আওয়ামী লীগ বিগত ১৫ বছরে দেশের সব সম্পদ লুণ্ঠন করে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ গত ১৫ বছর দেশের মানুষকে ভোট দিতে পারেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে।
আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে মন্তব্য করে তিনি বলেন, ভয় ও ঘুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তারা। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ এখনো শেষ হয়নি।
৫৩ বছরেও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে না পারার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে সন্তানদের দেখানো স্বপ্ন দেশবাসীকে নিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই।
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জব্বার ও যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন।