জাতীয়
ট্রেন্ডিং

দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন। সংবিধানিক সংস্থাটির নতুন কমিশনার হয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ সংক্রান্ত গেজেট এখনো জারি করা হবে।

এর আগে মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি পদত্যাগ করলে আজই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

মোহাম্মদ আবদুল মোমেন যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ পান তিনি। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button