
জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। এই বিচারকাজ চলার মধ্যেই শেখ হাসিনা ভারতে বসে হুমকি-ধমকি দিচ্ছেন, সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা দেখছি, শেখ হাসিনা ভারতে বসে হেট স্পিচ দিয়ে যাচ্ছেন, হুমকি-ধমকি দিচ্ছেন, সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন। বিচার বাধাগ্রস্ত করার জন্য এসব করছেন তিনি।
শেখ হাসিনার হেট স্পিচ প্রচার না করার ব্যাপারে ট্রাইব্যুনালের আদেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও কিছু গণমাধ্যম শেখ হাসিনার হেট স্পিচ প্রচার করছে। এ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ট্রাইব্যুনালের বিচার প্রভাবিত করে, বাধাগ্রস্ত করে, শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার অব্যাহত থাকলে আমরা পদক্ষেপ নেওয়ার কথা ভাববো।
এর আগে ২০২৪ সালের ৫ ডিসেম্বর গণহত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।