জাতীয়সরকার
ট্রেন্ডিং

ভারতীয় খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে তুর্কি ড্রোন মোতায়েন নিয়ে সাপ্তাহিক ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে করা দাবি মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বতীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শনিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে বলা হয়, ‘খবরটি ভুয়া’।

সিএ (চিফ অ্যাডভাইজার) প্রেস উইং ফ্যাক্টস’র ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘এটি সম্পূর্ণরূপে একটি অসত্য মিথ্যা ও বানোয়াট খবর।’

ফেসবুক পোস্টটিতে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি।’

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি ‘বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার অংশ’ বলে বনে করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ইন্ডিয়া টুডে’র করা প্রতিবেদনটি বাংলায় প্রকাশ করে বাংলাদেশের প্রথম সারির কিছু গণমাধ্যম। ফলে দেশের সচেতন মহলে বিষয়টি আলোচনার জন্ম দেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস’র ফেসবুক পেজে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ইন্ডিয়া টুডে’র ভুয়া খরবটির স্ক্রিনশটও পোস্ট জুড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button