আদালতজাতীয়
ট্রেন্ডিং

ইসকনের ১১ সদস্য আরেক মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি হিন্দু ধর্মীয় উগ্র সংগঠন ইসকনের আরও ১১ সদস্যকে পুলিশের কাজে বাধা ও ভাংচুরের আলাদা মামলায় শ্যোন এরেস্টের দেখানো হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে তুলে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

নতুন করে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেওয়া ১১ জন আইনজীবী আলিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ২৬ জানুয়ারি তাদের স্থানীয় সেবক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামীরা হলেন- প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ,(২৪) রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর বিতর্কিত ইসকন নেতা চিন্ময় দাদের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় তাণ্ডব চালানো হয়। একপর্যায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ইসকন সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button