জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

২০ জানুয়ারি থেকে বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ

ভোটার তালিকা হালনাগাদে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে, যা শেষ হবে ৩০ জুন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭ জানুয়ারি পর্যন্ত ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন আর শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩০ জানুয়ারি। হালনাগাদ শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ সময় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। চর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

এ ছাড়া এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন, যা শতকরার হিসাবে প্রায় এক দশমিক পাঁচ ভাগ।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ বলেন, প্রথমবারের মতো দেশের বাইরে এশিয়ার পাঁচটি দেশে এবং ইউরোপের দুটি দেশে মোট সাতটি দেশে প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশে ১৩ হাজার ১৫১ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button