
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ বা অপসারণের দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। সংস্কার কমিশন ‘অযাচিত’ সুপারিশ করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে যৌথ প্রতিবাদ সভায় এ আলটিমেটাম দেয়া হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশ এখনো জমা দেয়নি। তবে কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং ৫০ শতাংশ অন্যান্য ক্যাডারের জন্য রাখার সুপারিশের বিষয়ে ভাবা হচ্ছে বলে জানানো হয়।
সংস্কার কমিশনের এমন বক্তব্যকে ‘বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক’ দাবি করে প্রত্যাখ্যান করেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা।
এবার যৌথ প্রতিবাদ সভা করে সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানো হলো।
সভায় বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার বলেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যে আবদুল মুয়ীদ চৌধুরীর অপসারণ চাই। সরকার অপসারণ না করলে কীভাবে অপসারণ করতে হবে, সেই হাতিয়ার আমাদের জানা আছে।