জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

রাজনীতিকদের শ্রদ্ধা, মানুষের ঢল

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষ ঢল নামে রাজধানীর মিরপুরের এই স্মৃতিসৌধে।

এদিন সকালে প্রথমে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

সকাল ৭টা ২২ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা  মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৮টা ৩০ মিনিটে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৮টা থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগিলোর পক্ষ থকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান।

এদিন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের, নানা শ্রেণি-পেশার, বিভিন্ন বয়সের মানুষের ঢল নামতে দেখা গেছে।

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা বাঙালির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগমুহূর্তে পরিকল্পিতভাবে ঘটনানো হয় এই নির্মম হত্যাকাণ্ড।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদা আলাদা বাণী দিয়েছেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নেওয়া হয়েছে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি। এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button