
বহুল আলোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৪০০ কোটি টাকা নয়, ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা পাওয়া গেছে। বিশাল অঙ্কের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এ তথ্য মিয়েছে বলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি জানান, জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।
দুদকের অনুসন্ধান বলছে, জাহাঙ্গীর আলম নিজ নামে ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে খোলা আট ব্যাংকের ২৩টি হিসাবে সর্বমোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা হয়। এর মধ্যে ৬২৪ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৬৭১ টাকা উত্তোলিত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।
কামরুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমার বাসার পিয়নও নাকি ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।’