গ্রাম বাংলারংপুর
ট্রেন্ডিং

তাপমাত্রা এ বছরের সর্বনিম্নে, বেড়েছে শৈত্যপ্রবাহ

চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের ১০টি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে।

শুক্রবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

বৃহস্পতিবার তিন জেলায় শৈত্যপ্রবাহ হলেও শুক্রবার রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজারেও তাপমাত্রা কমেছে। এই শৈত্যপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

গত পরশুদিন থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে, সঙ্গে বইছে হিমশীতল বাতাস। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button