
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আসছে সম্পূর্ণ স্বতন্ত্র নতুন ছাত্রসংগঠন। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ছাত্র–নাগরিকের স্বার্থ বাস্তবায়নই এ ছাত্রসংগঠনের মূলমন্ত্র। নতুন এই সংগঠনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
নতুন ছাত্রসংগঠনের নাম এবং এটি কবে আত্মপ্রকাশ করবে, সেটি জানানো হয়নি। তার আগে সোম ও মঙ্গলবার সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করতে অনলাইন ও অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসায় প্রচারণা চালানো হবে বলে জানানো হয়েছে।
একাধিক সাবেক সমন্বয়ক জানান, প্রচারণা, জরিপ ও সদস্য সংগ্রহের পর বৃহস্পতিবার নতুন ছাত্রসংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হতে পারেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হতে পারেন সাবেক সমন্বয়ক আবদুল কাদের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আবু বাকের মজুমদার ও আবদুল কাদের। এ সময় সাবেক সমন্বয়ক রিফাত রশীদ, জাহিদ আহসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিজস্ব কর্মসূচি অনুযায়ী চলা নতুন এই ছাত্রসংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিকভাবে। সংগঠনটি কোনো দলের লেজুড়বৃত্তি করবে না।
এ ছাড়া ১৯৪৭, ১৯৫২, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৮, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের গণআন্দোলন ও ছাত্র–জনতার সংগ্রামী চেতনাকে ভিত্তি করে ছাত্ররাজনীতি সক্রিয় থাকবে মধ্যমপন্থার এই ছাত্রসংগঠনটি।