দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

বঙ্গবন্ধুর ছবি বিতর্ক মূল করণীয়কে আড়াল করছে

বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি গণ-অভ্যুত্থানের মূল করণীয়কে আড়াল করছে বলে মনে করে বাংলাদেশ জাসদ।

বুধবার (১৩ নভেম্বর ২০২৪) দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে গতকাল উপদেষ্টা কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে দেয়ার ঘটনায় উদ্বিগ্ন ও ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, ‘আমরা মনে করি, শেখ হাসিনার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের কারণে এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধুর ভুল ও বিভেদের শাসনের কারণে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার মহিমা ও গৌরব নাকচ হয়ে যায় না।’

‘বঙ্গবন্ধুর রক্তাক্ত হত্যাকাণ্ড যেমন তার স্বৈরতান্ত্রিক শাসনের কারণে জায়েজ হয়ে যায় না, তেমনি একই ভাবে তা বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণের যুক্তি হতে পারে না’ যোগ করেন জাসদ নেতারা।

তারা আরও বলেন, ‘রাষ্ট্রপতির দপ্তর ও সরকারি সিদ্ধান্ত ছাড়া এ ধরণের কার্যকলাপ বিশৃঙ্খলার পর্যায়ে পড়ে। এ ধরণের বিশৃঙ্খলা হচ্ছে সংক্রামক। আমরা সৃষ্ট পরিস্থিতিতে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।’

বিবৃতিতে দলটির শীর্ষ দুই নেতা বলেন, ‘আমরা আরো মনে করি, গণ-অভ্যুত্থানের মূল চেতনা হচ্ছে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধকল্পে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা প্রভৃতি বিষয়ে নেতিবাচক কার্যক্রম ও চাপ সৃষ্টি গণ-অভ্যুত্থানের মূল করণীয়কে আড়াল করবে, গণ-অভ্যুত্থানের পক্ষ শক্তির মাঝে বিভেদ সৃষ্টি করবে। যা পরাজিত ফ্যাসিবাদ পুনরুজ্জীবন এবং ফ্যাসিবাদী বিদ্যমান ব্যবস্থাকে টিকে থাকতে সহায়তা করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button