
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের এখনো রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ।
শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক। তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবে।
বাংলাদেশ এখন সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারত-আমেরিকাসহ বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। এতে দেশের মর্যাদা, অর্জন ধূলিসাৎ হচ্ছে।
বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা উল্লেখ করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদী তকমা জুড়ে দেওয়া হচ্ছে।