ঢাকাদলীয়রাজনীতি

শ্রমিকরা স্বস্তিতে না থাকলে অন্তর্বর্তী সরকারেও স্বস্তি আসবে না

শ্রমিকরা স্বস্তিতে না থাকলে অন্তর্বর্তী সরকারেও স্বস্তি আসবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ‘ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোন সুফল এখনও শ্রমিকদের ঘরে পৌঁছেনি। গণঅভ্যুত্থানে শ্রমিকদের কোন প্রত্যাশা এখনও পূরণ হয়নি।’

শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানেরও উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি। শ্রমিকদের সাথে মালিক ও সরকার পক্ষের মধ্যে স্বাক্ষরিত ১৮ দফা চুক্তির অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি।’

আরো পড়ুন

তিনি বলেন, ‘বেশকিছু গার্মেন্টস কারখানায় বকেয়া মজুরি পরিশোধ না করায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। তুলনামূলকভাবে ভালো কারখানাতেও মজুরি ঠিকমত পরিশোধ করা হচ্ছে না।’

গার্মেন্টস শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করে উৎপাদন গতি আনতে অবিলম্বে স্বাক্ষরিত ১৮ দফা বাস্তবায়নের জন্য মালিক ও সরকারের প্রতি আহবান জানান সাইফুল হক।

তিনি বলেন, ‘মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে।’

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারী নেত্রী বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, এমডি ফিরোজ, অরবিন্দু বেপারী বিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button