
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারত্বের অবসান হয়নি। শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় সমাজের সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। একই স্থানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সিরিজ বৈঠক করেন হাসনাত আবদুল্লাহ।