
জাতীয় ঐক্য অটুট থাকলে লক্ষ্য অর্জন থেকে কেউ ব্যর্থ করতে পারবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সজাগ থাকুন। নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না।’
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির উদ্দেশে এক ভাষণে এ কথা বলেন তিনি।
ছাত্র-জনতার অভুত্থানে পরাজিত শক্তি তাদের পরাজয় মেনে নিতে পারছে না মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিপুল অর্থব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে, তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে।’