গ্রাম বাংলাঢাকা
ট্রেন্ডিং

সেই ইউএনওকে অতিরিক্ত জেলা প্রশাসক করে বদলি

‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ ওঠা ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে প্রত্যাহার নয়, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সই করা চিঠিতে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে আল মামুনকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১–১২–২০২৪ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো। তিনি তাঁর দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।’

এ আদেশ বৃহস্পতিবার পেয়েছেন জানিয়ে আল মামুন বলেন, ‘চিঠিটি গত বুধবার স্বাক্ষর করা ছিল। গাইবান্ধার উদ্দেশ্যে শুক্রবার রাতে রওনা দেব।’

গত বুধবার আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। তবে ওই অভিযোগ অস্বীকার করেন আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button