
ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করুন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাটে তিস্তার পাড়ে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগান দিয়ে নদী রক্ষা আন্দোলনের ডাকে দুদিনব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। লড়াই না করে কিছু পাওয়া যায় না। আমরা লড়াই করে তিস্তার পানি আনবো।
এ সময় দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নির্বাচন দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, জাতিকে একত্রিত করছেন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বলে জয় পেয়েছি। একটা গণতান্ত্রিক পথের জন্য লড়াই করছেন।
মানুষ আগে ভোট দিতে পারেন নাই, এখন ভোট দিতে চায় মন্তব্য করে তিনি বলেন, আমরা ভোট দিয়ে নেতৃত্ব চাই। ওরা বলে, আমরা শুধু ভোট ভোট করি। ভোট ভোট করার কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা জনপ্রতিনিধি চাই। দেশে যে অশান্তি চলছে, নির্বাচিত সরকার এলে তা থাকবে না। দেশে শান্তি আসবে। একটা নতুন লড়াই শুরু হয়েছে, সেটা বাঁচা-মরার লড়াই।