
বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করলে এক মুক্তিযোদ্ধা। জেলা প্রশাসক মঞ্চে থাকা অবস্থায় ঘটা এ ঘটনায় তোলপাড় চলছে।
সোমবার (১৬ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিছ আলী ভূঁইয়া বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা প্রমুখ।
অভিযোগ উঠেছে, ইদ্রিছ আলী ভূঁইয়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলেও মঞ্চে থাকা জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ কেউ প্রতিবাদ বা আপত্তি করেননি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ফৌজিয়া খান দাবি করেন, তিনি স্লোগান শুনেননি, শুনতে পাননি।
জানা গেছে, ইদ্রিছ আলী ভূঁইয়া আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। তার ছেলে খালেদ সাইফুল্লাহ সাফাত জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত করার ব্যাপারে জেলা প্রশাসককে বারবার সতর্ক করেছি আমরা। কিন্তু তিনি শুনছেন না, ফলশ্রুতিতে আজকের এই ঘটনা ঘটেছে। এটি জেলা প্রশাসনের ব্যর্থতা। আমরা এর প্রতিবাদ জানাই।