
চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রয়েছে ৯৭ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা এভাবে থাকলে কয়েকদিনের মধ্যেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমছে। হিমেল বাতাসের দাপটও বাড়ছে। ফলে শীতের তীব্রতা বাড়ছে। শীতের হালকা কুয়াশা আর হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে হড়েছে।
এদিকে, ঠাণ্ডাজনিত রোগ ও রোটা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জেলার সদর হাসপাতালে, বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যাও।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিব সাদী জানান, শীতের প্রকোপে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তারা।