গ্রাম বাংলাঢাকা

‘আ.লীগ ফিরে আসবে’ বলার অভিযোগে ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।

জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সংস্কার কমিশনের সদস্যরা।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান বক্তব্য দেন। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। পরে আনিসুর রহমান অভিযোগ করেন, আল মামুন তাকে ডেকে নিয়ে কথা বলার সময় অঙ্গভঙ্গি ও কৌশলে বলার চেষ্টা করেন, ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো’। অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল।

এ কথা শোনার পর সভায় উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান ওই ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার করতে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন বলে জানা গেছে।

মোখলেস উর রহমান বলেন, আজকের মধ্যে ওই ইউএনও প্রত্যাহার হবে এবং আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করব। আমি জনসমক্ষে বলে গেলাম।

তবে জানতে চাইলে এমন কোনো কথা বলেননি বলে দাবি করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, ওনাদের সাথে যখন কথা বলার সময় বিএনপি-জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। ওই ধরনের কথা বলা হয়নি।

নির্দেশের পর ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে কিনা, সে ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার মন্তব্য জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button