গ্রাম বাংলা
ট্রেন্ডিং

বর্ষবরণে শব্দদূষণের প্রতিকার চেয়ে ১১৮৫ কল

ইংরেজি বর্ষবরণকে কেন্দ্র করে শব্দদূষণের প্রতিকার চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ১ হাজার ১৮৫টি কল এসেছে। বুধবার (১ জানুয়ারি) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ইংরেজি বর্ষবরণের প্রাক্কালে উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণের প্রতিকারে ৯৯৯ নম্বরে এস কল এসেছে।

আনোয়ার সাত্তার জানান, হাজারো কলের মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল এসেছে। প্রতিটি কলের ক্ষেত্রে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে প্রতিকারে ব্যবস্থা নিতে বলা হয়।

তিনি বলেন, ঢাকার ধানমন্ডির ল্যাব এইডের পাশে স্বপ্ন শপিং-মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। খবর পেয়ে ৯৯৯ থেকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনকে জানানো হয়। তাদের একটি অগ্নি-নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button