
চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে বুধবার প্রতিবেদন হস্তান্তর করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রতিবেদনগুলো হস্তান্তরের পর তা নিয়ে আলাপ হবে। মূল জিনিসটা ওনারা বলবেন, কী কী ফাইন্ডিংস আছে, কী কী বিষয় আছে সে বর্ণনা থাকবে। সভাটি শেষ হলে কয়েকজন উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার তিনটায় ব্রিফ করে পুরো জিনিসটা জানাবেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সংস্কার কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ সাংবাদিকদের সর্বরাহ করা হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিবেদন নিয়ে সংলাপ হবে। তবে কী পয়েন্টগুলো আপনাদের (সাংবাদিক) অবশ্যই জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।