
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষায় কাজ করে থাকে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে ২০২৫ সালের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সংস্থাটি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
বাংলাদেশ জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ২০২৫ সালজুড়ে মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন।
২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। এরপর প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই সংস্থার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেলো বাংলাদেশ।
মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন।