
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সব বাহিনীর সমন্বয়ে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ চালু করা হয়েছে। এটি সমন্বয় করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তার তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা থেকেই এ কমান্ড সেন্টার কাজ শুরু করার কথা। এর ফলে খুব দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কমান্ড সেন্টারের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখানে প্রত্যেক বাহিনীর প্রতিনিধি থাকবেন। কন্টিনিউয়াসলি (প্রতিনিয়ত) এটা মনিটরিং হবে। এটার বিস্তারিত কি থাকবে না, তা আস্তে আস্তে জানতে পারবেন। আজকে তো মাত্র শুরু হবে, যখন পুরোপুরি শুরু করব তখন আপনারাই সেখানে গিয়ে জানতে পারবেন যে তারা কী কী কাজ করছে।