
বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়া ভয়াবহ ব্যাপার হবে এবং এ ব্যাপারে রাজনৈতিক নেতারা একমত হবেন বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে জন্ম নেওয়া আকাঙ্ক্ষা ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। এর সঙ্গে ইনসাফ (ন্যায়বিচার) ও মর্যাদার আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, ছাত্র–জনতার নজিরবিহীন আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, এটি একটি বাস্তবতা। সারা বিশ্ব কৌতূহলের সঙ্গে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে, কিন্তু পরে কী হবে, সেটা নিয়ে নিশ্চয়তা নেই।
হোসেন জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক নেতারা একমত হবেন, কোনো অবস্থাতেই বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে।