অর্থনীতিআর্থিক প্রতিষ্ঠান
ট্রেন্ডিং

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুরকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দুদকের মামলায় গ্রেপ্তার দেখাতে তাকে আদালতে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে দুনীতির মামলায় এসকে সুরকে গ্রেপ্তার করা হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন— এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী।

এসকে সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকার সময় আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এতে সহযোগিতা করা ও সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কয়েকজন আসামির জবানবন্দিতে বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে।

গত বছর ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের আলোকে এ মামলা করা হয় বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম।

এর আগে গত বছরের আগস্টে এসকে সুরের পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এসকে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। একই বছরের ২৯ মার্চে এসকে সুরকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button